শিরোনাম
বরগুনা জেলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিজয় দিবস-২০২১ উদযাপন
বিস্তারিত
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে অদ্য ১৬ ডিসেম্বর, ২০২১ খ্রি. সকাল ০৫.৩০ ঘটিকার সময় ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়।
সকাল ০৭.০০ ও সকাল ০৭.৩০ ঘটিকায় যথাক্রমে বরগুনা পৌরসভাস্থ গণকবরে ও শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার বরগুনা ও জেলা প্রশাসক, বরগুনা মহোদয়, সভানেত্রী, পুনাক, বরগুনাসহ বিভিন্ন সরকারী/বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ। এ সময় বরগুনা জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সকাল ৮ঃ৩০ ঘটিকায় বরগুনা জেলা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, বরগুনা জেলা পুলিশ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের অংশগ্রহনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বরগুনা জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় ও জেলা প্রশাসক, বরগুনা মহোদয় অভিবাদন গ্রহন করেন এবং কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী উপভোগ করেন।
বেলা ০৩.৩০ ঘটিকায় বরগুনা জেলা সার্কিট হাউজ মাঠে পুলিশ সুপার, বরগুনা মহোদয় ও জেলা প্রশাসক, বরগুনাসহ বরগুনা জেলা পুলিশের সদস্য, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার ৫০০০/৬০০০ লোকের অংশগ্রহেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়াল শপথ বাক্য পাঠ অনুষ্ঠান প্রোজেক্টরের মাধ্যমে অনুষ্ঠিত হয়।এ সময়ে উপস্থিত সকলেই একত্রে শপথ বাক্য পাঠ করেন।