Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বরগুনা জেলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিজয় দিবস-২০২১ উদযাপন
বিস্তারিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে অদ্য ১৬ ডিসেম্বর, ২০২১ খ্রি. সকাল ০৫.৩০ ঘটিকার সময় ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়।
সকাল ০৭.০০ ও সকাল ০৭.৩০ ঘটিকায় যথাক্রমে বরগুনা পৌরসভাস্থ গণকবরে ও শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার বরগুনা ও জেলা প্রশাসক, বরগুনা মহোদয়, সভানেত্রী, পুনাক, বরগুনাসহ বিভিন্ন সরকারী/বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ। এ সময় বরগুনা জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সকাল ৮ঃ৩০ ঘটিকায় বরগুনা জেলা স্টেডিয়ামে  বীর মুক্তিযোদ্ধা,  বরগুনা জেলা পুলিশ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের অংশগ্রহনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বরগুনা জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় ও জেলা প্রশাসক, বরগুনা মহোদয় অভিবাদন গ্রহন করেন এবং কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী উপভোগ করেন।
বেলা ০৩.৩০ ঘটিকায় বরগুনা জেলা সার্কিট হাউজ মাঠে পুলিশ সুপার, বরগুনা মহোদয় ও জেলা প্রশাসক, বরগুনাসহ বরগুনা জেলা পুলিশের সদস্য, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার ৫০০০/৬০০০ লোকের অংশগ্রহেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
 সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়াল শপথ বাক্য পাঠ অনুষ্ঠান প্রোজেক্টরের মাধ্যমে অনুষ্ঠিত হয়।এ সময়ে উপস্থিত সকলেই একত্রে শপথ বাক্য পাঠ করেন।
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/12/2021
আর্কাইভ তারিখ
16/12/2021