শিরোনাম
বরগুনা জেলা পুলিশের পক্ষ হতে জেলা ও দায়রা জজ, বরগুনা এবং জেলা প্রশাসক, বরগুনাকে বিদায় সংবর্ধনা প্রদান
বিস্তারিত
বরগুনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ আনিসুর রহমান এবং জেলা প্রশাসক জনাব মোঃ হাবিবুর রহমান এর বদলীজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে অদ্য ১৯ জুলাই, ২০২৩ ইং বিকাল ০৩ঃ০০ ঘটিকায় পুলিশ লাইন্স, বরগুনার ড্রিলশেডে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের
ন্যায় পুলিশ সুপার মহোদয় বিদায়ী দুই অতিথির সার্বিক কার্যক্রমের স্মৃতি স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনপূর্বক ধন্যবাদ প্রদান করেন এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করেন। অতঃপর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথীবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন পুলিশ সুপার বরগুনা মহোদয়। এ সময় জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসারবৃন্দ এবং সকল ইউনিট ইনচার্জগন উপস্থিত ছিলেন।