২২ মার্চ, ২০২৩ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় বরগুনা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, (আমতলী সার্কেল) এবং সকল থানা, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইউনিট ইনচার্জ এবং পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। উপস্থিত সদস্যগনের মধ্য হতে অনেকে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে এবং বিভিন্ন বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মহোদয় তৎক্ষণাৎ প্রশ্নের উত্তর দেন ও সংশ্লিষ্ট সমস্যার সমাধান প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পুলিশ লাইন্স মেস পরিদর্শন করে মানসম্পন্ন ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন। সভাপতি মহোদয় তার সমাপনী বক্তব্যে টিআরসি (ট্রেইনি রিক্রট কন্সটেবল) নিয়োগ ও জেলাধীন বিভিন্ন স্থানীয় নির্বাচনে শতভাগ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এরপর বেলা ১২.০০ ঘটিকা হতে পুলিশ সুপারের কার্যালয়, বরগুনার সম্মেলন কক্ষে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে মাসিক "অপরাধ সভা" অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় ফেব্রুয়ারি/২০২৩ মাসে রুজুকৃত মামলা সমূহের কেইস-টু-কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধারে তাগিদ দেন এবং কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভার মাধ্যমে পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস