শিরোনাম
বরগুনা জেলা সদরস্থ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বরগুনা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার জনাব আবদুস ছালাম মহোদয় ।
বিস্তারিত
শারদীয় দূর্গাপূজা/২০২২ উপলক্ষে আইন শৃঙ্খলা ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ফোর্সের ডিউটি তদারকী ও পূজা পন্ডপ সমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বরগুনা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার জনাব আবদুস ছালাম মহোদয় বরগুনা জেলা সদরস্থ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
সার্বজনীন আখড়াবাড়ী পূজা মন্ডপ পরিদর্শনকালে বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসক মহোদয় ও অফিসার ইনচার্জ, বরগুনা থানাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের
মাধ্যমে এ পূজা মন্ডপসহ বরগুনা জেলার ১৬০ টি পূজা মন্ডপের পূজা'র আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করেন।
পুলিশ সুপার মহোদয়সহ অতিথিবৃন্দ সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সদ্ভাব বজায় রেখে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয় তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।