শিরোনাম
বরগুনা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ১ম দিনে যাচাই বাছাইয়ে প্রাথমিকভাবে যোগ্যদের ২য় দিনের বাছাই কার্যক্রম
বিস্তারিত
বরগুনা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ১ম দিনে যাচাই বাছাইয়ে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের ২৮ মার্চ ২০২২খ্রি. বরগুনা পুলিশ লাইন্স মাঠে সকাল ৮.০০ ঘটিকা থেকে নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা মহোদয় ও অন্যান্য সদস্য বৃন্দের উপস্থিতিতে ২য় দিনের বাছাই কার্যক্রম (দৌড়, পুশ-আপ, হাই জাম্প এবং লং জাম্পসহ অন্যান্য কার্যক্রম) সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার মহোদয় উত্তীর্ণ প্রার্থীদের কোনভাবে দালাল চক্র কিংবা অন্য কোন উপায়ে আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য পুনরায় অনুরোধ করেন এবং আগামীকাল এর কার্যক্রমে যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য প্রার্থীদের বলেন।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা কর্তৃক মনোনীত নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যগণ এবং বরগুনা জেলার বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।