২২ নভেম্বর ২০২২ খ্রিঃ বরগুনা তালতলী থানার পচাঁকোড়ালিয়া ইউনিয়নে জঙ্গীবাদ, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক "কমিউনিটি পুলিশিং সভা" অনুষ্ঠিত হয়। সাধারণ জনগণের সমস্যা, পুলিশের কাছে তাদের প্রত্যাশা, পেশাজীবীদের আইনগত সহায়তা এবং পুলিশ-জনগণের আন্তঃসম্পর্ক উন্নয়নকল্পে তথা পুলিশ কর্তৃক জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে শতভাগ জবাবদিহিতা নিশ্চিতকল্পে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়, বরগুনার তালতলী থানার অফিসার ইনচার্জ জনাব কাজী সাখাওয়াত হোসেন তপু সহ স্থানীয় জনপ্রতিনিধি ও পচাঁকোড়ালিয়া ইউনিয়নের সর্বস্তরের সেবা প্রত্যাশী জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত জনসাধারন নানা বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি মহোদয় অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের সমস্যা শ্রবণ করে উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস