শিরোনাম
বরগুনা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
বিস্তারিত
অদ্য ১৩ ফেব্রুয়ারি, ২০২২খ্রি. সকাল ০৯.০০ ঘটিকায় বরগুনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন বরগুনা জেলার পুলিশ সুপার, জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক। প্যারেড এর অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্যারেড ও স্যালুট প্রদানের মান নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি জেলা পুলিশের শৃংখলা রক্ষা ও জেলার আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় অস্ত্রাগার, যানবাহন শাখা ও পুলিশ হাসপাতালসহ পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।
মাস্টার প্যারেডে প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), বরগুনা।