শিরোনাম
বরগুনা সদর কোর্টে কর্মরত কনস্টেবল বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন
বিস্তারিত
শোক বার্তাঃ
বরগুনা সদর কোর্টে কর্মরত কনস্টেবল মোঃ বশির অদ্য ১২/০৭/২০২৩ ইং সকাল ০৭ঃ৪০ ঘটিকায় বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহে রাজীউন)। তাঁর নিজ বাড়ি ভোলা জেলার সদর থানাধীন আলীনগর (সাঠিয়া) গ্রামে। তিনি ০১/১১/১৯৮৫ ইং সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে দীর্ঘ ৫৭ বছরের অধিক সময় সুনামের সাথে কাজ করে অবদান রেখে গেছেন।
অতঃপর অদ্য সকালে পুলিশ লাইন্স, বরগুনার ড্রিল শেডে মৃতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবদুল হালিম সহ বরগুনা জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যবৃন্দ। এ সময় পুলিশ সুপার মহোদয় এক সংক্ষিপ্ত বক্তৃতায় মরহুমের কৃতিত্বপূর্ণ কর্মজীবন স্মরণ পূর্বক মৃতের পক্ষ থেকে সবার নিকট ক্ষমা চান এবং দোয়া কামনা করেন