বরিশাল রেঞ্জধীন আন্তঃইউনিট কাবাডি প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত
বিস্তারিত
০৬-১২-২০২২ খ্রি. বরগুনা জেলা পুলিশের আয়োজনে বরগুনা পুলিশ লাইন্সে "বরিশাল রেঞ্জধীন আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা-২০২২" অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়। উক্ত খেলায় বরিশাল রেঞ্জধীন ০৬টি জেলা ও আর আর এফ সহ মোট ০৭টি ইউনিট অংশগ্রহণ করে। অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব এস এম তারেক রহমান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ খেলা উপভোগ শেষে বিজয়ীদের
মাঝে পুরুস্কার বিতরন করেন। উক্ত কাবাডি প্রতিযোগিতায় বরিশাল আর আর এফ টিম চ্যাম্পিয়ন এবং ঝালকাঠি জেলা টিম রানার্সআপ হয়।