শিরোনাম
বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান।
বিস্তারিত
১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. তারিখে বরগুনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইব্রাহিম খলিল, পুলিশ সুপার, বরগুনা মহোদয় । এসময় প্রধান অতিথি মহোদয় উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে তিনি জেলার বিভিন্ন বিষয় সম্পর্কে সাংবাদিকদের কাছে জানতে চান। এ সময়
উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন।
বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে সাংবাদিকবৃন্দের উত্থাপিত বিষয়গুলো জেলা পুলিশের পক্ষ থেকে নিরাসনে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, রেঞ্জ অফিস, বরিশাল জনাব শফিকুল ইসলাম, উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার এবং সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), স্টাফ অফিসার টু ডিআইজি, রেঞ্জ অফিস জনাব সোহেল পারভেজ, বরিশালসহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ডিআইজি বরিশাল রেঞ্জ মহোদয় সমাপনী বক্তব্যে সাংবাদিকবৃন্দদের সততা ও নিষ্ঠার সহিত নিরপেক্ষ সংবাদ প্রচারে জন্য বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন।