শিরোনাম
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে বরগুনা জেলায় নিয়োগ পরীক্ষার ১ম দিনে শারীরিক মাপ ও কাগজ পত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।
বিস্তারিত
অদ্য ০১ নভেম্বর ২০২৪ খ্রিঃ বরগুনা জেলার পুলিশ লাইন্স মাঠে জনাব মোঃ ইব্রাহিম খলিল, পুলিশ সুপার, বরগুনা এঁর সভাপতিত্বে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দের সমন্বয়ে বরগুনা জেলা হতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়।
পুলিশ সুপার মহোদয় প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত না হতে এবং দালাল চক্র থেকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করেন। এছাড়া দেশের অন্যান্য জেলার ন্যায় বরগুনাতেও শতভাগ স্বচ্ছতার মাধ্যমে কেবলমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগের বিষয়ে অঙ্গীকার করা সহ প্রার্থীদেরকে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যদের প্রতি সম্পূর্ণ আস্থা রাখার আহবান জানান। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক মনোনীত নিয়োগ বোর্ডের সদস্যগণসহ বরগুনা জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।