শিরোনাম
বাঙ্গালী জাতিসত্বার উৎকর্ষের প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে বরগুনা জেলা পুলিশের আনন্দ র্যালি ও উদ্ভধোনী অনুষ্ঠান উপভোগ ।
বিস্তারিত
২৫ জুন ২০২২ সকাল ০৮.০০ ঘটিকায় বাংলাদেশের সাহসিকতা ও সক্ষমতার নিদর্শন স্বপ্নের পদ্মা সেতু এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে "আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু" স্লোগানে বরগুনা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত আনন্দ র্যালি পুলিশ সুপারের কার্যালয় হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বরগুনা পুলিশ লাইন্সে শেষ হয়। উক্ত আনন্দ র্যালিতে জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা; অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ; জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সহ গনমাধ্যম কর্মীবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন পর্যায় এর কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ স্বতঃর্স্ফুত অংশগ্রহন করেন। উক্ত র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে বরগুনা পুলিশ লাইন্সের ড্রিলশেডে ভার্চুয়াল মাধ্যমে আমাদের স্বপ্নের "পদ্মা সেতু" শুভ উদ্ভধোনী অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়াও রঙিন বেলুন উড়ানো, মিষ্টি বিতরন করা হয়।