বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পরিপূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২৩
বিস্তারিত
"শোকে মুহ্যমান..চেতনায় দীপ্যমান" আজ শোকাবহ ১৫ আগস্ট...বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পরিপূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স, বরগুনায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়। পাশাপাশি পুলিশ সুপার মহোদয় বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল এর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বরগুনা
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আব্দুল হালিম সহ জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বরগুনার পক্ষ থেকেও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলার সকল পর্যায়ের অফিসারবৃন্দ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন। এরপরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত জাতির পিতা ও তাঁর পরিবারবর্গের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে একটি শোক র্যালীর আয়োজন করা হয়। সকল প্রাতিষ্ঠানিক ও শ্রেণী-পেশার লোকজনের অংশগ্রহণে অনুষ্ঠিত র্যালীটি জেলার গুরুত্বপূর্ণ সকল সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে শিল্পকলা একাডেমি, বরগুনায় ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তাগণ বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতায় জাতির পিতার অবদান স্মরণ করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। এ সময় দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ সহ মহিলা সমিতিকে অনুদান প্রদান করা সহ।