বিভিন্ন ধর্মীয় গুরুদের সাথে পুলিশ সুপার মহোদয়ের এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়
বিস্তারিত
০১-১২-২০২৪ খ্রি. দুপুর ০৩.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বরগুনা জেলা ও সকল থানা সমূহের বিভিন্ন ধর্মীয় গুরুদের এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনাব মো: ইব্রাহিম খলিল, পুলিশ সুপার, বরগুনা মহোদয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত
পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবদুল হালিমসহ বরগুনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় জেলায় নির্বিঘ্নে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় অনুশাসন পালনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা প্রদানের আশ্বাস প্রদান করেন। এ লক্ষ্যে মুখ্য ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।