মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক বরগুনা জেলা পুলিশ অফিস ও জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন"।
বিস্তারিত
২২ই অক্টোবর ২০২২ খ্রিঃ, রোজ মঙ্গলবার, জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয় পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শনকালে অত্র পুলিশ সুপারের কার্যালয়ের জেলা বিশেষ শাখা, হিসাব শাখা, অপরাধ শাখা, প্রধান সহকারী শাখাসহ বিভিন্ন শাখার কার্যক্রম ও রেজিস্টারপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন । পুলিশ অফিসের বিভিন্ন শাখার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে
ধন্যবাদ জানিয়ে বরগুনা পুলিশ সুপারের কার্যালয় হইতে বরিশালের উদ্দেশ্য রওয়ানা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবদুল হালিমসহ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।