শিরোনাম
শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের বরগুনা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন
বিস্তারিত
গতকাল ১১ নভেম্বর, ২০২২ খ্রিঃ শুক্রবার বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে প্রশিক্ষণরত ৩৮ তম বিসিএস(পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের ১২ জনের একটি দল শিক্ষা সফরের অংশ হিসেবে পুলিশ সুপারের কার্যালয়, বরগুনা পরিদর্শনে আসেন। এ সময় জেলা পুলিশ, বরগুনার পক্ষ হতে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস এম তারেক রহমান মহোদয় পুলিশ সুপারের কার্যালয়,
বরগুনার সম্মেলন কক্ষে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের সাথে অভিনন্দন জ্ঞাপন শেষে মতবিনিময় করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদেরকে জেলা পুলিশ, বরগুনার কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদানের পাশাপাশি আগত অতিথিদের প্রত্যেককে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। তখন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগনও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।