বরগুনা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পরীক্ষা গত ১৪/১১/২০২১ - ১৬/১১/২০২১ তারিখে শারীরিক, পরবর্তীতে ১৭/১১/২০২১ তারিখে লিখিত ও ২৪/১১/২০২১ ভাইভা সুষ্ঠ ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন হয়। বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ জন পুরুষ ও ৩ জন নারী সহ মোট ১৯ জন উত্তীর্ন হয়। এর মধ্যে সজল চন্দ্র কর্মকার অন্তর উক্ত পরীক্ষায় উত্তীর্ন হন। কিন্তু পুলিশ ভেরিফিকেশনে দেখা যায় সজলের পিতা পটুয়াখালীর স্থায়ী বাসিন্দা কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ বরগুনা জেলার বেতাগী থানা এলাকায় বসবাস করছেন। বিষয়টি নিয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি স্যার ও পুলিশ হেডকোয়াটার্স এর উর্ধ্বতন স্যারদের সাথে কথা বলেন পুলিশ সুপার, বরগুনা মহোদয়। এমনকি পুলিশ সুপার মহোদয় নিজে সরজমিনে সজল কর্মকারের বাড়িতে যান। সার্বিক দিক পর্যালোচনায় বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইতিবাচক সম্মতি পাওয়ায় সজল চন্দ্র কর্মকার অন্তর চাকুরি পাবে মর্মে নিশ্চিত করেন পুলিশ সুপার , বরগুনা মহোদয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস