শিরোনাম
সাপ্তাহিক মাস্টার প্যারেড এবং মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত
বিস্তারিত
০৫ জুন ২০২২ খ্রিস্টাব্দ সকাল ০৮.০০ ঘটিকায় বরগুনা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও ফোর্স-অফিসারদের উদ্দেশ্যে ভাষন প্রদান করেন পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক। উক্ত প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব মোঃ মেহেদী হাছান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বরগুনা।
প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় অস্ত্রাগার, যানবাহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।
সকাল ০৯.০০ ঘটিকায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ ); অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল/পাথরঘাটা সার্কেল ; সকল থানা ,কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জগন ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। উপস্থিত সদস্যগণদের মধ্য হতে অনেকে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার মহোদয় তৎক্ষণাৎ সমাধান ও দিক নির্দেশনা প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে পুলিশের করনীয় ও বর্জনীয় বিষয় সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন।
এরপর বেলা ১১.০০ ঘটিকা হতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় মে/২০২২ মাসে রুজুকৃত মামলা সমূহের বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভার মাধ্যমে পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া বিগত মাসে অবৈধ মাদক উদ্ধার, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলা ডিটেক্টসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার এবং সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে অফিসারদেরকে অর্থ ও সম্মাননা পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।