রোববার রাত ১২ টার দিকে ডিবি পুলিশের ৬/৭ জনের একটি টিম গোপন সংবাদের ভিক্তিতে সদর উপজেলার বাশবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ শাহীন(৪০) নামের একজনকে আটক করে। এসময় তাকে হাতকড়া লাগিয়ে ঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবাও জব্দ করা হয়। ঘর তল্লাশি ও জব্দ চলাকালীন আসামি কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায়। তবে বরগুনা জেলা গোয়েন্দা শাখা সাড়াশি অভিযান অব্যাহত রাখে। জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার বরগুনা মহোদয়ের সার্ভিক দিক নির্দেশনায় অদ্য ২৮/০৬/২০২২খ্রি. দুপুর ১২.৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব আবিদুর রহমান এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস