শিরোনাম
৩য় দিনের কার্যক্রম (দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং) বরগুনা পুলিশ লাইন্স মাঠে সম্পন্ন
বিস্তারিত
বরগুনা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা- নভেম্বর/২০২৪ খ্রিঃ এর অদ্য ০৩ নভেম্বর ২০২৪খ্রি.শারীরিক সক্ষমতা যাচাই পর্বের ৩য় দিনের কার্যক্রম (দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং) বরগুনা পুলিশ লাইন্স মাঠে সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইব্রাহিম খলিল, পুলিশ সুপার, বরগুনা মহোদয় ও পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক মনোনীত নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
অদ্যকার
কার্যক্রম শেষে নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও পুলিশ সুপার বরগুনা জনাব মোঃ ইব্রাহিম খলিল মহোদয় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার আহবান জানান। এ সময় পুলিশ সুপার মহোদয় তিনদিনের শারীরিক পরীক্ষার ন্যায় অবশিষ্ট কার্যক্রমেও স্বচ্ছতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং কেবল যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেয়া হবে মর্মে মন্তব্য করেন। তাই কোনভাবেই দালাল চক্র কিংবা অন্য কোন উপায়ে আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য চাকুরি প্রত্যাশী ও তাদের পরিবারবর্গকে অনুরোধ জানান।