শিরোনাম
“মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক বরগুনা জেলা পুলিশ সুপার এর কার্যালয় পরিদর্শন, ট্রাফিক অফিস এর শুভ উদ্ভোধন এবং বেতাগী থানা, বরগুনা এর দ্বি-বার্ষিক পরিদর্শন"
বিস্তারিত
১৭ই মে ২০২২ খ্রিঃ, রোজ মঙ্গলবার, জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয় বরগুনা জেলা ট্রাফিক অফিসের শুভ উদ্ভোধন করেন। উদ্ভোধন শেষে তিনি পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শনকালে অত্র পুলিশ সুপারের কার্যালয়ের জেলা বিশেষ শাখা, হিসাব শাখা, অপরাধ শাখা, পিআরও শাখা এবং নারী ও শিশু হেল্প ডেক্সসহ বিভিন্ন শাখার কার্যক্রম ও রেজিস্টারপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন ।
পুলিশ অফিসের বিভিন্ন শাখার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বরগুনা পুলিশ সুপারের কার্যালয় হইতে বেতাগী থানার উদ্দেশ্য রওয়ানা করেন।
বেতাগী উপজেলা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে সম্মানিত ডিআইজি মহোদয় বরগুনা জেলার বেতাগী থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার প্রতিটি রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং নির্বাচিত জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার বরগুনা, জনাব কাজী মোঃ ছোয়াইব, পুলিশ সুপার রেঞ্জ অফিস, বরিশাল এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নির্বাচিত জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।