২০ জানুয়ারি, ২০২৫ খ্রিঃ দুপুর ১২ টায় বরগুনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়।উক্ত সভায় সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা, মতামত এবং প্রশ্ন নিয়ে সরাসরি আলোচনা করা হয়। সভায় উপস্থিত জনগণ তাদের বিভিন্ন
মতামত উপস্থাপন করেন এবং ডিআইজি মহোদয় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের সমস্যাগুলোর সমাধানের প্রতিশ্রুতি দেন। উপস্থিত জনগণের কথায় প্রকাশ পায় যে, এ ধরণের মতবিনিময় সভা পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মানুষের আস্থা বাড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় স্থাপন করতে সহায়তা করে। এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় আরো বলেন যে, আপনার মতামত এবং সমস্যাগুলো নিয়ে ভবিষ্যতেও এ ধরণের সভায় অংশগ্রহণ করুন। বরিশাল রেঞ্জ অফিস ও বরগুনা জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে।