আসন্ন শারদীয় দূর্গাপূজা/২০২১ উদযাপন উপলক্ষে অদ্য ০২-১০-২০২১ খ্রি. দুপুর ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বরগুনা জেলা ও সকল থানা সমূহের পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি এবং সকল থানা কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা মহোদয়। এ সময় বরগুনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয় জেলার প্রতিটি পূজা মন্ডপ নিয়ে পৃথকভাবে মতবিনিময় করেন এবং নির্বিঘ্নে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা প্রদানের আশ্বাস প্রদান করেন। একই সাথে পূজা উদযাপন কমিটি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগণদের সার্বিক সহযোগীতা প্রদানের জন্য আহবান জানান। এছাড়াও তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর বিস্তার রোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন এবং এ লক্ষ্যে মুখ্য ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।