পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বরগুনা’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভানেত্রী, পুনাক'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বরগুনা। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বরগুনা এবং সহ সভানেত্রী ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে সংক্ষিপ্ত আলোচনায় কোভিড-১৯ এর সংকটকালীন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ পুনাক বরগুনা’র কল্যাণমুখী কার্যক্রম তুলে ধরেন সভানেত্রী পুনাক, বরগুনা। এছাড়াও পুনাক’র কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান অতিথি পুলিশ সুপার, বরগুনা। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস