"মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ" এ মূলমন্ত্রকে সামনে রেখে ২১/০৩/২০২১ খ্রি. পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক মহোদয়সহ অন্যান্য পদস্থ কর্মকর্তাগণের নেতৃত্বে বরগুনা জেলা পুলিশের সকল ইউনিটে পৃথকভাবে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার প্রচারণা এবং বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নতুন করে মহামারি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বরগুনা জেলা পুলিশ করোনা মোকাবেলায় সাধারণ জনগণকে মাস্ক পরতে উদ্ভুদ্ধকরণ ও অনুপ্রানিত করাসহ সচেতনতা বাড়াতে র্যালী ও মাইকিং করেন।
পুলিশ সুপার মহোদয় বিভিন্ন জনবহুল এলাকা, বাসসহ বিভিন্ন যানবাহন ও বরগুনা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করার পাশাপাশি বিভিন্ন ইউনিটের এ কার্যক্রম তদারকি করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস