অদ্য ২৮/০২/২০২১ খ্রি. বরগুনা থানার আয়োজনে বরগুনা পৌরসভা কমপ্লেক্স, বরগুনা এর সম্মেলন কক্ষে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং কিশোর গ্যাং, ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব এস এম তারেক রহমান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ মেহেদী হাছান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) বরগুনা এবং বরগুনা পৌরসভার নব নির্বাচিত মেয়র এ্যাড. কামরুল আহসান মহারাজ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ।
অফিসার ইনচার্জ, বরগুনা থানা সমাবেশের সঞ্চালনা করেন।
পুলিশ সুপার মহোদয় প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন যে, বরগুনা জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গী মুক্ত রাখাসহ ধর্ষন ও নারীর প্রতি যে কোন সহিংসতা রোধ করা এবং ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাং মুক্ত অাদর্শ বরগুনা গড়ার লক্ষ্যে বরগুনা জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস