Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২৭/০৩/২০২১ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায়'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী; স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ' উদযাপনের শুভ উদ্বোধন
বিস্তারিত

'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী; স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ' উদযাপনের লক্ষ্যে অদ্য ২৭/০৩/২০২১ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় ০২ (দুই) দিন ব্যাপী বিভিন্ন উন্নয়ন বিষয়ক প্রদর্শনী ও কার্যক্রমের শুভ উদ্বোধনের শুরুতে মাননীয় পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক মহোদয় অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যদের নিয়ে এবং মাননীয় জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান মহোদয় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণদের নিয়ে মুজিব অঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর মাননীয় পুলিশ সুপার ও মাননীয় জেলা প্রশাসক মহোদয় জেলা পর্যায়ে উন্নয়ন সংশ্লিষ্ট সরকারি/বেসরকারি সংস্থা, বিভিন্ন এনজিও, ব্যাংক/বীমা, বিভিন্ন স্কুল/কলেজের শিক্ষার্থী, অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনসহ প্রান্তিক পর্যায়ের বিভিন্ন স্তরের জনসাধারণের অংশগ্রহনে মুজিব অঙ্গনে ০২ দিন ব্যাপী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং "অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক ব্যানারে বর্ণিল পোশাকে স্ব স্ব দপ্তরের উন্নয়ন কর্মকান্ড সম্বলিত চিত্র, ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন, বুকলেট, পোষ্টার ও টি-শার্ট সহকারে সুসজ্জিত একটি হাতি নিয়ে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ হতে একটি বিশাল র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা সার্কিট হাউজ ময়দানে গিয়ে শেষ হয়।

এরপর সার্কিট হাউজ ময়দানে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীতকরণ সম্পর্কিত আলোচনা সভা হয়।

পরবর্তীতে সার্কিট হাউজ মাঠে সরকারি, বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সরকারের উন্নয়ন কর্মকান্ডের ভিডিও/প্রামান্য চিত্র প্রদর্শনী হয়। ০২ দিন ব্যাপী অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/03/2021
আর্কাইভ তারিখ
27/03/2021