পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট/২০২১ অনুষ্ঠিত হয়।
বিস্তারিত
বরগুনা জেলা পুলিশের কর্মস্পৃহা ও কাজের গতি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন খেলাধুলার অংশ হিসেবে পুলিশ সুপার, বরগুনা মহোদয়ের একান্ত উদ্যোগে বরগুনা থানা কম্পাউন্ডে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট/২০২১ অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলায় কর্মরত বিভিন্ন ইউনিটের কনস্টেবল থেকে তদুর্ধ্ব পুলিশ কর্মকর্তা গনের ১২ টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
অদ্য ১১/০২/২০২১ খ্রি. টুর্নামেন্টের ফাইনাল খেলায় বরগুনা সদর থানা ও জেলা বিশেষ শাখা, বরগুনা দল প্রতিদ্বন্দ্বিতা করে। বরগুনা সদর থানা দল ২/১ সেটে চ্যাম্পিয়ন হয়।
বরগুনা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক মহোদয় টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময়ে জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।