অবৈধ মাদকদ্রব্য ১২০০ (এক হাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারে বরগুনা জেলার সাফল্য
বিস্তারিত
অবৈধ মাদকদ্রব্য ১২০০ (এক হাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারে বরগুনা জেলার সাফল্যঃ
বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক মহোদয় বরগুনা জেলায় যোগদানের পর হতে তাঁর কার্যকরী নির্দেশনায় বরগুনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র গুলি ও মাদকদ্রব্য উদ্ধারে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে চলেছেন।
এ ধারাবাহিকতার অংশ হিসেবে ২৬/০৪/২০২১ খ্রি. ভোর রাত ০৪.৩০ ঘটিকার সময় বরগুনা থানার অফিসার ইনচার্জ জনাব কে.এম. তারিকুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১) মোসাঃ লিপি আক্তার(২৫), পিতা-মোঃ লিটন হাওলাদার, মাতা-মোসাঃ হাওয়া বেগম, সাং-গোলবুনিয়া, ৬ নং বুড়িরচর ইউপি, থানা ও জেলা-বরগুনাকে তার নিজ বসতবাড়ী হতে অবৈধ মাদকদ্রব্য ১২০০(এক হাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন।