০১/০৪/২০২১খ্রি করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং, বরগুনা এর উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত
বিস্তারিত
করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং, বরগুনা এর উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিতঃ
”মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এ প্রচারণাকে সামনে নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং, বরগুনা এর উদ্যোগে অদ্য ০১/০৪/২০২১খ্রি. জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা মহোদয় জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলা পুলিশের সদস্যদের নিয়ে বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে, যানবাহনের যাত্রীসহ সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন। এছাড়া বরগুনা শহরের বিভিন্ন স্থানে করোনা থেকে মুক্ত থাকার জন্য সচেতনতামূলক প্রচার প্রচারণা করেন। এছাড়াও পুলিশ সুপার মহোদয় ও অন্যান্য কর্মকর্তাগণ বিভিন্ন যানবাহন ও গুরুত্বপূর্ণ স্থানে করোনা’র সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন।