নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা, মাতৃদুগ্ধ পান কর্নার এর শুভ উদ্ভোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিস্তারিত
"মুজিববর্ষের অঙ্গিকার, নারী পুরুষ সম অধিকার" এই মূলমন্ত্রকে সামনে রেখে অদ্য ০৬/০২/২০২১ খ্রি. বরগুনা জেলা পুলিশের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা, মাতৃদুগ্ধ পান কর্ণার এর শুভ উদ্ভোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক পুলিশ সুপার, বরগুনা। এছাড়া বরগুনা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নারী নেত্রী, উন্নয়নকর্মী, গণমাধ্যম কর্মী, আইনজীবী ও বিভিন্ন শ্রেনী-পেশার জনগণ অংশগ্রহণ করেন।
র্যালীটি পুলিশ সুপারের কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।
র্যালী শেষে পুলিশ সুপার মহোদয় বরগুনা জেলা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের মাতৃদুগ্ধ পান কর্ণার এর শুভ উদ্ভোদন করেন।
অতঃপর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পুলিশের করনীয় বিবিধ বিষয় নিয়ে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।