জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক পুলিশ সুপার, বরগুনা জেলা সদরস্থ সার্বজনীন আখড়াবাড়ী পূজা মন্ডপ ও কালিবাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন।
বিস্তারিত
শারদীয় দূর্গাপূজা/২০২১ উপলক্ষে আইন শৃঙ্খলা ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ফোর্সের ডিউটি তদারকী ও পূজা পন্ডপ সমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বরগুনা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক মহোদয় বরগুনা জেলা সদরস্থ সার্বজনীন আখড়াবাড়ী পূজা মন্ডপ ও কালিবাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন।
সার্বজনীন আখড়াবাড়ী পূজা মন্ডপ পরিদর্শনকালে বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসক মহোদয় ও অফিসার ইনচার্জ, বরগুনা থানাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ পূজা মন্ডপসহ বরগুনা জেলার ১৫৩ টি পূজা মন্ডপের পূজা'র আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করেন।
পুলিশ সুপার মহোদয়সহ অতিথিবৃন্দ সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সদ্ভাব বজায় রেখে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয় তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।