আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বরগুনা জেলার বিভিন্ন থানা এলাকায় পশুর হাটে মলম পার্টি, অজ্ঞান পার্টির হাত থেকে সাবধান হওয়াসহ নির্বিঘ্নে সামাজিক সম্প্রীতি বজায় রেখে ঈদ জামায়াত অনুষ্ঠান ও ঈদ উদযাপনের লক্ষ্যে বরগুনা থানার উদ্যোগে অদ্য ১৮/০৭/২০২১ খ্রি. বরগুনা থানাধীন আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের সম্মুখে স্বাস্থ্যবিধি মেনে এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা মহোয়।
পুলিশ সুপার মহোদয় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে নির্বিঘ্নে পশুর হাটে পশু ক্রয় বিক্রয়, ঈদ জামায়াত ও ঈদ উদযাপনে বরগুনা জেলা পুলিশ বরারবের ন্যায় সক্রিয় ভূমিকা পালন করবে। তবে স্বাস্থ্যবিধি ও আইন শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে তাঁর বক্তব্যে তুলে ধরেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস