"৫২ থেকে ৭১" একটি স্মৃতিচারণ
১৯৫২ সালের ভাষা আন্দোলনের ভেতর দিয়েই তার রাজনৈতিক বিভাজন ভুলে পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান) বিরুদ্ধে প্রথম জেগে ওঠে। নিজ স্বাধীনতা অর্জনে প্রতিবাদী সুর একত্রে ধ্বনিত করে।তবে পাকিস্তানি-শক্তি বাঙালিদের প্রাপ্য অধিকার ও অর্জিত ক্ষমতা থেকে দীর্ঘকাল ধরে বঞ্চিত করছিল। এর পরে ৫৪, ৫৫, ৫৯, ৬৬, ৬৯ ও ৭১ এর ধারাবাহিকতায় আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকার একটি বাংলাদেশ।
উক্ত স্মৃতিকথাগুলো মনের গভীরে ধারণ করে আমরা এগিয়ে চলেছি দুর্বার গতিতে। বিজয় বসাক, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, বরগুনা উদ্ভোধন করলেন তারই কার্যালয়ে একটি ম্যূরাল নামও দিলেন তিনি।-"৫২ থেকে ৭১"
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস